আজ বুঝি এই ভরা পূর্ণিমায়
রাতের তারারা ,জ্যোৎস্না ধারারা
কাঁদবে অভিমানে
রাতের ঝিঝিরা আবেগে
হবে রুদ্ধ স্তব্ধ
জোনাকিরা জ্বালবে না আলো
রবে তারা নিভে
আজ যে সেই চির কাঙ্খিত
শেষ বিষণ্ণ রাত
অনেক অনেক জমানো কষ্টেরা
আজ পাবে চির অব্যাহতি
কত বিষণ্ণ বেলার সৃতি  
যাবে আজ নিঃশেষে
অসীম অনন্তের মাঝে
চিরতরে মিশে  
আজ যাত্রা শেষের
শেষ প্রান্তের
শেষ ক্ষণে  
দুঃখ কষ্ট বেদনা সব আজ
মিশেছে এক সাথে
জানাতে বিদায়  
অন্তিম সন্ধি ক্ষণে
কত দুঃখ ভরা সৃতি , কত কষ্ট
কত বেদনা ভরা কবিতার কথা মালা
আর কত শত নির্বাক অভিমান
সব যেন এসেছে আজ জানাতে
শেষ বিদায়
মাগো ! জনম দুঃখী জননী আমার
তোমার জীবনভর বুকভরা
ভালবাসার দায়
আর বুঝি শোধ করা হোল না আমার
চিরকালের হতভাগা ছন্নছাড়া আমি
তাই তোমার বুকভরা
অপত্য স্নেহের মূল্য বুঝতে
বার বার বার্থ হয়েছি আমি
তোমার সেই অসীম ভালবাসা বুকে নিয়ে
আজ চলে যাব আমি  
আজ এই শব্দহীন স্তব্ধ মায়াবী রাতে
রাতের তারারা, নিশুতি রাত জাগা পাখীরা
আর আমার বন্ধু জনম সঙ্গি কষ্টেরা
তোমরা নাহয় একটু খানি কেঁদো  
এই ছন্নছাড়া হতভাগার
অন্তিম মুহূর্তের শেষ রাতে  
যে তোমাদের বন্ধু ছিল
আজ তোমাদের সে গেছে ছেড়ে
চিরতরে
এই মায়াভরা পৃথিবীরে ছেড়ে
তোমাদের জানিয়ে শেষ বিদায়
অজস্র তারা ভরা রাতের
ভরা পূর্ণিমায়
যাত্রা শেষের শেষ পূর্ণিমা রাতে