জানিস কি তুই প্রিয়া  
আমার মরণেরও পরে
চোখ দুটি মোর রয়ে যাবে খোলা
শুধু তোরে শেষ বার দেখবার তরে
যদি আমি চলে যাই জীবনের শেষ পারে
যদি মরণ এসে ডেকে নেয় মোরে  
আর তোকে না হয় শেষ কথা বলা
এই ছন্ন-ছাড়ার অর্থহীন  অবাক্ত কথা-মালা  
যে তোরে বেসেছিল ভালো
হৃদয়ের সবটুকু ভালবাসা দিয়ে  
কিবা আছে তার আর দেবার
শুধু তোরে জীবনে-মরনে
ভালবাসা ছাড়া    
কিন্তু আমি যে হতভাগা ছন্নছাড়া
তাই শুধু তোরে নীরবেই
দূর থেকে ভালবেসে যাওয়া
আর ভেবে যাওয়া
এই পরীটিরে ঘিরেই মোর
সব টুকু চাওয়া পাওয়া    
কেবল তোরেই  শুধু
নীরবে ভালো বেসে যাওয়া
তোর জীবনের প্রতিটি ক্ষণ
আনন্দে-সুখে উঠুক ভরে  
পূরণ হয় যেন
তোর সকল চাওয়া-পাওয়া  
নীহারিকা, আর যদি না হয় তোরে বলা  
আমার এই বার্থ জীবনের শেষ কথা-মালা  
ভালবাসি তোরে , ভালোবেসে যাব
আমার নিস্পলক চোখের তারায়
লিখে যাব শেষ কথা
তোকে ভালবাসি, তোকে অনেক ভালবাসি
এই মোর শেষ চাওয়া ।