তোমারি কাছে
লিখে রেখে যাব
কিছু ছত্র, কিছু কথা;
আমি চলে গেলে
পড়ে দেখো তুমি
আমার মনের ব্যথা।
খুব সংগোপনে
তুমি পড়ো,
পড়ে দেখো
প্রতি ছত্রে পাবে
আমার দু:খ গাঁথা।
এক মরণে মরার বদলে
মরেছি হাজার বার,
বুকের পাঁজর
ক্ষয়ে ক্ষয়ে গেছে
বেদনাতে বারবার।
এক জনমে হাজার মরণ
সয়ে গেছি বারবার,
তবু কেন দু:খ যাতনা
ফিরে আসে বারে বার?
আমি চলে গেলে
পড়ে দেখো তুমি
আমার দু:খ গাঁথা,
কেমন করে কষ্টে কষ্টে
জীবন হল ছারখার।।