১৮/০৭/১৪


যদি আর না হয় কভু দেখা,
যদি আর কভু না হয় হাতে হাত রাখা,
তবু ভালভাসি।
যদি সব আশা ঊড়ে যায় দূরে,
যদি বিচ্ছেদের করুণ সূর ঘীরে ধরে  মোরে ,
তবু ভালোবাসি ।
যদি সে ছেড়ে যায় মোরে ,
নিঃসঙ্গ একাকি করে ,
তবু  ভালোবাসি ।
যদি তার উপেক্ষা-করুনার কষ্টে,
হৃদয় যায় ছিরে,
তবু ভালোবাসি ।
যদি হয় জীবনের অবসান,
যদি আর না আসি কভু ফিরে,
তবু তারে ভালোবাসি ।
ভালোবাসি, ভালোবাসি তারে।