আকাশ দেখায় বিশালতা সাগর দেখায় দোল,
পাইনা কেন দেখা তোমার কেমন তোমার ভোল।।
তারার দেশে তারা দেখি    অগণন ঐ তারাই লেখি,
খুঁজে যে যাই সেথায় তোমায় যেমন খুঁজি বোল।।


ঢেউগুলো সব চেপে আসে জেগে সাগর বুক,
উপরে তার অশান্ত রূপ ভেতর মলিন সুখ।
বিচিত্রতায় মেখে দিলে    দেখছি আমি সবি মিলে,
শুধু তোমায় মিলেনা আর কোথা তোমার কোল।।


মাটি জগত মাঝে থেকে উড়তে নারি আর,
তোমায় দেখতে পাবো বলে দেখি অন্ধকার।
সিন্ধু ডাকে জেগে থেকে    নভ ডাকে দূরে রেখে,
সাগর আকাশ ডাকে বুঝি খোল রে হৃদয় খোল।।


চোখ মেলে হে পাইনা কিছু তোমার মতন শব,
চঞ্চল এ মন খুঁজতে থাকে তোমায় ওহে রব।
ঝরার পাতার মত করে    মর্মরে সুর হৃদয় ভরে,
ভাবি আমি তোমার কদম করে মন বিভোল।।


অনুভবের শিকল ভেঙে তোমায় খুঁজি রোজ,
পেয়ে যে যাই আমার মনে চোখে করি খোঁজ।
তখন বুঝি চক্ষু বেলা    সত্য নহে সকল খেলা,
তাই দেখিনা; হয়তো দেখি হৃদয় নয় বিলোল।।