জগত মাঝে আলো দিলে   আঁধার দিলে সাথী,
সময়গুলো তাই বয়ে যায় জেগে, ঘুমে মাতি।।
সবার আছে সাথী ভবে        আমার বেলা রয় নীরবে,
হলাম কি হে আঁধার বন্ধু  নাকি হলাম ভাতি।।


তখন এ মন জবাব চেয়ে      খুঁজে চলে নিতি,
করে চলে প্রাণের মাঝে   ভালোবাসার গীতি।
কেউ শোনেনা আমারি গান    করেছ যে জন্মটা দান,
তবে কেন দাওনি আমায় আলো মাখা বাতি।।


দেখছি আমি মানুষ দোলে পেলে সাথী নিজে,
তবু মানুষ পরের সুখে      অসূয়াতেই ভিজে।
দম ছাড়িনা রয়েছে দম    পুরুষ আমি কিসে বা কম,
শুনছি কেবল মিছে কথা  হইনা আত্মঘাতী।।


নাকি আমার সাথী তুমিই   দেখিনা যার কায়া,
আমার চোখে দিলে কেন  মেদুর কান্ত মায়া।
আসে পথে কঠিন বিপদ    মুছে দিলে সকল আপদ,
চলি যেন তোমায় ডেকে ফুলিয়ে স্বীয় ছাতি।।


তাই বুঝি হে একলা রাখো     দিতে চেয়ে সুধা,
আমার মনে গেঁথে দিলে জ্ঞান খুঁজিতে ক্ষুধা।
প্রাণের সাথী না পেয়ে হায়    হইনা তবু যে নিরুপায়,
জানি ওহে সাথী তুমি  দোস্তি তোমায় পাতি।।