প্রেমের রোগে কাতর তুমি নানান ফুলের ভ্রমর,
এক নারীতে মজেনা মন ফাঁস হয়েছে গোমড়।
সাধ জাগে সব ভাঙতে হৃদয় ফুঁসে,
পারো তুমি করতে হৃদয় তুষে,
পটাতে হায় ব্যস্ত থাকো হৃদয় ভরা কথা,
জাগায় ব্যাকুলতা,
নারীর মনের কোমল কোণে তোমার আনন আঁকা,
করেছ কি বাঁকা,
হাসি দিয়ে করলে যে খুন কতো নারীর মন;
করছো আয়োজন।
এক নারীতে আসক্তি নেই আছে কেবল প্রেম,
মোহ তারে বলে লোকে নাই যে মনে ক্ষেম।
বসন্ত তাই আসে যে রোজ শুধু তোমার বেলা,
যুগের হাওয়া বদলে গেছে করো মন্দ খেলা।
ছাড় যেন নাই বিবাহিতা কিবা কুমারী মন,
পরকিয়া আর মিছে প্রেম ভরা মনের এ কোণ।
ক্ষুব্ধ সাগর নারীর মনে দিলে তুমি প্রেমে,
অথচ সেই প্রেমের মোহে নাই যে কোন হেমে।
এমন করে চলছে তোমার জানি;
কতো নারীর হৃদয় ভেঙে হানলে আঘাত হানি।
ভাবী কথা কেউ জানেনা জানলেনা যে তুমি;
বেবাক হৃদয় ভেঙে তুমি দিলে শুধু চুমি।
অবশেষে বিয়ের কালে ছুটলে তুমি খোঁজে;
অমন নারী চাওনা তুমি আল্ট্রা মডার্ন বোঝে।
পেলে শেষে সেই নারীকে হেসে;
ফাঁকি তোমায় দিলো নারী বুঝলে ভালোবেসে।
এই জগতে তাই যেন রে বিচার হবে ঠিক;
পাপের বোঝা বয়ে তোমার পেতে হবে ধিক।
এখন তোমার বেহাল দশা জানি;
অতীত ভুলের শাস্তি নিলে মানি।
রঙের ভুবন চিনে গেলে আজ;
তোমার বধূ প্রেম করে যায় নাই যে কোন লাজ।