শরৎ কালের স্বচ্ছ মেঘে
এসেছে চোখ দোরে,
জাগি আমি ঘুম হতে আজ
সূচনার এই ভোরে।।
আকাশ হতে অশরীরী,
নামছে বুঝি ভেঙে সিঁড়ি,
মেঘের সাথে লাগে পাহাড়
নাদে মেদুর শোরে।।


কোন গহনের তারারা সব
লুকায় দিবস ভাগে,
তার আগেতে সূর্য জাগে
কুসুম কোমল বাগে।
ফুলেরা সব মাতে সুখে,
সূর্যমুখীর নত মুখে,
পড়লে রবির আলো দেখি
মাথা জাগায় ডোরে।।


অমন সময় ঘর ছেড়েছি
পথের পেলব হাঁটা,
পাখিরা সব মেতে উঠে
পুড়ছে মনের ভাঁটা।
হাঁটা শেষে ফিরে আসি,
শুনি আমি মেদুর বাঁশি,
মনের হতে আসে সে সুর
পড়ি আমি ঘোরে।।


নেই বরষা নেই যে গরম
শরতের এই কালে,
আমার কাছে শরৎ সেরা
সব মানুষের ভালে।
কাশফুলের ঐ উড়ন্ত সুর,
ভেসে আসে আজকে মধুর
যেমন আসে তাঁর সে বাঁশি
মন হতে কঠোরে।।