আমার হৃদয় পরীক্ষা করে কিবা পেলে ওহে ধাতা
অজুহাত খুঁজি তোমায় ডাকতে সেথায় আঁচল পাতা।
চলছি আমার অবিরাম পথ হেঁটে,
সঙ্গী যে কেউ পাইনা খুঁজেই চলছি সকল ছেঁটে।
জীবন তোমার মরণ তোমার আমার কিবা যে আছে
তাই কথা জেগে বাছে;
দিয়েছ কেবল এ হৃদয়খানি তাই দিয়ে রচি মান;
তার মাঝে জপি তোমার মহান তান।
কবিতা জেনেছি আমার যে নয় বেদন দিয়েছ তুমি;
পরীক্ষিত যে সকল কিছুই চুমি।
তবে কি আমার আছে কিছু আর শুধু নিজ মন ছাড়া;
করেছে প্রশ্ন তাড়া।
মনের ভেতর প্রশ্ন কেবল খেলা করে রোজ প্রাতে;
থেমে যায় সব রাতে।
ভঙ্গুর সবি দেখেছি আমার বেলা;
ভেঙে করে নিজ খেলা,
তাই আমি আজ সহায় করেছি তোমায় আপন ভেবে;
কঠিন দীক্ষা দাওনি আমায় দিলে গূঢ় কি হিসেবে।
এও কি তোমার পরীক্ষা এক ভাগ;
পারছিনা আর দিতে পরীক্ষা আর কতো রব জাগ।
এবার তোমার কাছে
কষ্টি পাথর চেয়েছি যে আমি পাছে,
যদি দাও তুমি তাই,
গেয়ে যাবো আমি তোমার রাগিণী যাহা আমি নিতি গাই।
কষিত করেছ আমার হৃদয় জানি;
সুবাতাস কিবা আসবে আঘাত হানি,
আর তো পারিনা সইতে বেদনা একাকীত্বের ঘাতে;
চাঁদের আলোক সবাই পেয়েছে অমা দেখি নিজ রাতে।
কোথায় তোমার কৃপা,
জেগেছে আমার মনে ভ্রান্তির ত্রপা,
তাই ডেকে যাবো পরীক্ষা দিয়ে এ বুঝি আমার পাওয়া;
তোমার নিকট চাওয়া,
গ্রাহ করে নাও আমার অর্ঘ্য আমার মনের কথা;
কবিতা ঢেলেছ আমারে অঢেল দিওনা আবার ব্যথা।
বেদন তোমার, মনন তোমার, ভাবনা তোমার জানি;
মন ছাড়া কিছু রাখোনি আমার ভেতর এসেছে বাণী।
সেই বাণী শুনে আজকে বিভোল মন;
উদাসী হাওয়ার শুনি আমি আলাপন,
শুনি আমি আজ ফেরেস্তাগণ তোমার জিকিরে মত্ত;
আমি যে মানুষ তার চেয়ে সেরা কথাটি জেনেছি সত্য।
এবার ফেরাও মুখ;
কেউ না জানুক তুমি জানি জানো আমার প্রেম অসুখ;
দিয়েছ হৃদয় ভরে থাকে শুধু প্রেম
যার লাগি আজ নামাতে চাইছি সেই দূরে ঢেলে হেম।
তোমার দানের বেদন দিয়ে যে ফুটাই কষিত বাণী;
কষিত করেছে আমার হৃদয় জানি।
জ্ঞানের ধারায় প্রস্ফুটিত এ বেদন আমায় হানা
করনি কখনো মানা।
তাই আজ বলি বেদন দিয়েছ যা ছিলো তোমার তরে;
মনের ভেতর শান্তি চাইছি ভরে।
মন ছাড়া আর কি পাওয়ার আছে বলি;
প্রেম ছাড়া কিবা চরাচর উঠে জ্বলি।
তোমার প্রেমের লাগি আজ এ বিশ্ব;
আমায় করে নিঃস্ব,
কোথা হতে দেবো প্রেম,
যদিনা দেখি হে তোমার সৃজন হেম।
অধুনা মনের আবেগ মেখেছি সব কিছু আজ দাও;
এবার তোমার ক্রীতদাস প্রতি প্রেমের রাগিণী গাও।
তাহলে হৃদয় জানি আরো হবে সোনার মতন খাঁটি;
করুণার দান পেলে তবে মান ভেঙে হবে জানি মাটি।