ওহে আমার নবাব,
কেমন করে দেবো তোমায় আমার ভুলের জবাব।
রাখলে তুমি তোমার আগল রুদ্ধ করে জানি,
মানুষ দ্বারা পাঠালে হে বাণী;
ছুঁইতে পারিনা সব তারা শোভে,
পড়ি শুধুই জগত মোহের লোভে,
চাঁদের কাছে যাবো আমি লাগে অনেক কড়ি;
নিজের চলার কড়িটি নাই তারি লাগি লড়ি।
সজ্জিত এই ভুবন মাঝে কড়ি ছাড়া কিছু;
হয়না জানি জেনেছি আজ ছুটি কেবল পিছু।
আবার তুমি রাখলে আমায় আজ দমিত করে;
দাওনা দেখা আছি কেবল ঘোরে।
কেউ কি পারে স্বাধীনচেতা হলে;
নিজেকে আর দমন করে পাখা নাহি মেলে।
নাই কড়ি ধন; নাই যে আপন সংসারে তাই খুঁজি;
জীবন সনে আমি শুধু যুঝি,
কপাল পোড়া জীবন আমার আজ;
মেখেছে দুখ মনের কারুকাজ।
সেথায় তুমি শুন্য করে কি শেখালে আর;
জীবন আমার হলো যে ছারখার,
ওহে নবাব আজকে তুমি দেখা দিয়ে যাও,
এসে দেখো গাইছি আমি যদি দেখতে পাও।
আমার শত রঞ্জিত ভুল পাখা মেলে বসে;
তারার মতন খসে,
জীবন গানের সঞ্চয় আমার তোমার উপহারে;
তাই নিয়ে যে লিখছি ভারে ভারে।
পাইনা মানুষ বলতে কথা মনের কথাগুলি;
উড়ায় কেবল মিছে কথার বুলি,
তাই খুঁজেছি বলতে কথা আজকে তোমার সনে;
মুখ চেপে আর রাখবো ক'দিন আমার মানব মনে।
এবার জাগে স্ফুলিঙ্গ আমার কথার বাণী;
দাও হে জবাব দাও কি মেখে গ্লানি।
সঠিক জবাব পেলেই তবে ফুটাবো ফুলঝুরি;
আমার সকল ভুল ভেঙে যে সত্য দেবো ছুঁড়ি।
দিও আমায় তাই বলি আজ আমার সকল জবাব;
ওহে আমার নবাব।