আজকে আমি প্রাণ পেতেছি
চলছে নিজের ঘোড়া,
জিতলে যাবো বিজয় দ্বারে
হারলে কবর খোঁড়া।।
চলছি মেনে সমীকরণ,
ভয় জাগেনা মরণ বরণ,
জানি চলেই যেতে হবে
হব সেথায় জোড়া।।


ছুটছে ঘোড়া নিজের বেগে
চলছে তবু পিছে,
বিজয় দেখা পাবোনা আর
লাগছে সবি মিছে।
সমুখ ঘোড়ার প্রবল দাপট,
চলে গেছে নিকটে তট,
মন যে আমার ভার হয়েছে
মরণ খাঁদে ছোঁড়া।।


জীবন মাঝে হারিনি আর
আমার ঘোড়ার দ্বারা,
আজ জেগেছে মনের মাঝে
তাই যে ভীষণ তাড়া।
সমুখ দেখি মরণ ফাঁদে,
তাই যে আমার হৃদয় কাঁদে,
কষ্ট জাগে তখন দেখি
সমুখ ফিতা মোড়া।।


সহসা আজ চলতে গিয়ে
সমুখ ঘোড়া ঝরে,
দেখছি আমি সেই ঘোড়াটি
মচকেছে পা ভরে।
ভূলুণ্ঠিত হলো সে প্রাণ,
তাই জিতেছি আমার এ জান,
ফিতা কেটে বিজয় এলো
হৃদয় তবু পোড়া।।