চমক দিবে চমকে যাবো এইতো আমার আশা,
অদেখা মুখ দেখার লাগি জমে ভালোবাসা।।
সকাল গড়ায় অমনি করে    ঘুম ভেঙে যায় প্রতি ভোরে,
দুপুর এলে কাজের শেষে ঝিমায় আমার ভাষা।
অদেখা মুখ দেখার লাগি জমে ভালোবাসা।।


বিকেল এলেই জমে কথা ছুটি চেনা পথে,
জানি আমি আসো সেথায় তোমার দামী রথে।
বলতে পারিনা আর কথা    বলতে জাগে ব্যাকুল তথা,
সাঁঝ নেমে হায় ফুরায় আশা আমার কাঁদাহাসা।
অদেখা মুখ দেখার লাগি জমে ভালোবাসা।।


সন্ধ্যা এলেই ঘরে ফিরি কাজের শেষে ফিরা,
ডালিম ফলের মত আমার হৃদয় হলো চিড়া।
রাত নেমে যায় কখন জানি    তোমার কথা মনে আনি,
আমার স্বপন হয়না ভালো স্মরণ যে নয় ভাসা।
অদেখা মুখ দেখার লাগি জমে ভালোবাসা।।


চমকে যাবো তোমায় দেখে আশা বুনে চলি,
আবার সকাল এলে আমার শুরু গীতাঞ্জলী।
গানের মাঝে তোমায় ডেকে    ভালোবাসা লিখি থেকে,
তখন শুনি আজান আমি আবার বাজে কাসা।
অদেখা মুখ দেখার লাগি জমে ভালোবাসা।।


মাঝে মাঝে ভাবি আমি এই বুঝি হায় এলে,
তখন আমার স্মৃতির পাতা রাখি আমি মেলে।
আসোনা যে তুমি কাছে    আমার অনেক বলার আছে,
বলতে ব্যাকুল আমার হৃদয় জল্পনাতেই ঠাসা।
অদেখা মুখ দেখার লাগি জমে ভালোবাসা।।


চমক জানি দিবে তুমি এলেই কাছে আমর,
তখন সকল শঙ্কা মুছে আসবে সুখের পাথার।
তোমার মুখে ফুটবে হাসি    বলবো তোমায় ভালোবাসি,
বুকের মাঝে চমকে হৃদয় আছে সেথায় খাসা।
অদেখা মুখ দেখে জানি জাগবে ভালোবাসা।।