ট্রাম লাইন , রাস্তা পার ,
সিগন্যালে জ্যাম , আঙ্গুলে টান
চলল দৌর , হাঁটা পা ময়দান
চুলে আঙ্গুল, খুনসুটি, নুটুতে ঘুসি
বিকেলে জল, পুলিশ তাড়ায় , তোর হাসি
ফুটপাথে দরদাম , হাতে মাখা কাঁচা আম
কাকভিজে , জামার খাঁজে , আমার চোখ
ভীর ঠাসা মেট্রো  ড়্যাক , বুক ছুঁয়ে তুই থাক
তোর ব্রা উঁকি মারে , আমার আঙ্গুল চিমটি কাটে
মাটির ভাঁড় , চায়ে চুমুক
কতকথা চায়ে গুলে , পেটেরকথা
পেট শুনুক
শুনুক আঙ্গুল, শুনুক ফুরফুরে দুলতে থাকা চুল...


হঠাত একরাশ ধুলো উড়ে চোখে এসে জানিয়ে দেয়
বসন্ত এসে গেছে