একবার
            দুবার
        প্রতিবার
আরো একবার সেই একই কথা
   পৌঁছনোর আগেই কলকাটি নেড়ে বসে আছে কেউ
  আমারতো শুধু প্রতিক্রিয়া টুকুই সম্বল ।
        ভাতের হাঁড়ি  
                চাঁদের বাড়ি
                    আর তোমার শাড়ির
হুজুগে একদিন হয়ত ভুলেই যাব যে ...
    ...থাক বাজে কথায় কাজ কি !


পাশের বাড়ির বাচ্ছাটা পড়ছিল
   পৃথিবীর আকৃতি নাকি আপেলের মত
      আমার তো আজ বিশ্বাস করতে ইচ্ছে করে
  যার যখন ইচ্ছা খুবলে খুবলে খুবলে খায়
                   আমার পৃথিবীটা।
  বিবর্তনে বিশ্বাস ছিল বরাবর
     সমস্ত কুকুরের দাঁত একদিন ভোতা হয়ে যাবে
   কারণ সকল প্রাণী কামড়ের চেয়ে আদর ভালোবাসে ।।


  বড় সংশয়ে থাকি আজকাল
       আমার ঘরের সাদা দেওয়াল
                         বড় প্রিয় আমার
   আমার কানাচটা কফি মগ
সেও যে তাকিয়ে থাকে    আমার দিকেই ...