আমার শিরায় শিরায়
বিদ্রোহ করে রক্ত
স্নায়ু কোষ মৃত
কোন আবেগ  নেই, অনভূতি নেই।


আমার ত্রাসে কাপে ভূমি
খড়ায় পোড়ে আবাদী জমি
আমার ক্রোধে নগর পোড়ায়
আমি নীল বিষের ফণী।


আমি প্রথা বিরোধী; সমাজ বিরোধী
রাজদ্রোহী
আমি বিরহে পুড়িয়েছি মন, সবুজ বন
সর্বত্র পুড়ছে আমার দহন।


সব সম্পর্ক করেছি ছিন্ন
আমি স্ববিরোধী -এককী বিচ্ছিন্ন
সাহস কার? কে করিবে রোধ
আমার স্ববিচ্ছিনতাবোধ।