মহূয়া ফুলের মৌ এনে দাও
সাঁওতাল কিশোরী
আমি মাতাল চোখেতে
তোমার ঐ রূপসুধা দেখি।
দাও ঢেলে দাও শরাব
এলো কেশে  থাকো পাশে বসে
মধু সুধা পান করে
চলো  আজ হারাই অন্য আবেশ।
কে বলে সে কৃষ্ণ বরণ -চন্দ্রগ্রহণ
সে যে আমার অতি আপন
ভরা পূর্ণিমার চাঁদ
তারে পেতে চায় মন সারাক্ষণ।
মহূয়া ফুলের মৌ এনে দাও
আমি মাতাল হই
নেশা ভারা চোখে
তোমার পানে শুধু চেয়ে রই।
তোমার কাজল কালো আখিতে
আমি ডুবে যাই
অন্য আবেগে মিলাতে
চল না আজকে হারাই।
বাঁধ আমারে শক্ত বাঁধনে
বাঁধ আমারে পাশেতে রাখিতে
শক্ত করে ধর হাত
মরেছি আমি তোমরও হাসিতে।
মাতাল আমি হইনি কখনো আগে
মহূয়া ফুলের মৌ এনে দে
ও সাওতাল কিশোরী
শুধু নেশা নেশা লাগে।
সুরার নেশা না, আঁখির নেশা
মাতাল হয়েছি আমি
ধর আমারে শক্ত করে
বাঁধিয়া রাখো তোমারও বাহুডোরে।