আমাকে তোমার শরীর
কোন দিনও টানেনি
বারে বারে ফিরে চেয়েছি
প্রেম,এতটুকু মায়া
বার বার ফিরে দিয়েছো;
তোমার প্রত‍্যাক্ষান
আমার নত মস্তকে প্রস্থান।


রক্ত মাংসে শরীর তো ব‍েশ‍্যারও থাকে
আমি কখনও যাইনি অন্ধকার গলির বাঁকে
নরীর থেকেও
আমি বেশি চেয়েছি ভালবাসা ;
যা চেয়েছি তা পাইনি
ভালবাসা দেওনি, দিয়েছ বিরহের জ্বালা
দিয়েছ শুধুই অবহেলা।


দেহের সম্পর্ক
সে তো পতিতার সাথেও হয়
মনের নয়;
তাকে কী প্রেম বলে?
সেটা প্রেম নয়
আমি প্রেমিক হতে চেয়েছি
কতটুকু বল পেরেছি?


আমি প্রেম চেয়েছি
তুমি দেওনি
তোমাকে ভালবেসে -
আমি আজ ফেরারী,
আমি একজন প্রেমিকা চেয়েছি
তুমি হয়েছো নারী
ঘর ছেড়ে  হয়েছি দেশান্তরি।