প্রিয়া-
আজ এ অভিষারে -
কোন অভিযোগ নয়
অভিলাষী কথা কও।


অভিমানে নিরোব থেকো না আর
নির্জনতা ভেঙ্গে
মুখরতায় ভরে উঠুক
ভালবাসার গান গাও।


প্রিয়া-
আড়ালে হারালে
চন্দ্রগ্রহণ হবে
আঁধারে ডুবিবে চাঁদ।


বাতায়নে বিছাও কেশ
হাওয়ায় দুলুক এলো চুল
কামনার রং লেগে
তোমারে লাগছে  বেশ।


প্রিয়া -
অভিমান ছেড়ে
আমার হাত তুমি ধরো
হাতে রেখে হাত  ভালবাস চিরকাল থাক।


থেকো না আনমনে আর
আঁখি তোলো
নয়নের জলে ভেসে যাব আমি
যদি হয় আঁখি ছলছল।


পেলব প্রেমের নেশায়
বাড়ছে আজ তৃষ্ণা
চাতকের পিপাসা মিটাও
মেটাও ভালবাসার ক্ষুধা।