মাঝে কবিতা থেকে বেশ কিছুদিন দূরে ছিলাম, আজ আবার কবিতা ও আসরের বন্ধুদের ভালোবাসায় আসরে ফিরে এলাম । হয়তো আগের মত আর কবিতা আসরে আর নিয়মিত হতে পারবো না, তবে মানের টানে আসব আসবো ফিরে ফিরে, সময় ও মানুষের মন বড় পরিবর্তনশীল, তাই আগামীর কথা লেখার ভার রইল সময়ের উপরেই, সহসা আমার আসর ছাড়ার সিদ্ধান্তে যেসব বন্ধুরা আমাকে আসরে থাকা বা বিরতি নিয়ে ফিরে আসার জন্য হৃদয় থেকে আহ্বান জানিয়েছেন, আজকের লেখাটি উৎসর্গ করে দিলাম সেইসব প্রিয় বন্ধুদের । সবার জন্য রইল ভালোবাসা । এবার আজকের লেখা সম্পর্কে বলি, এই লেখাটি অবরোহী ও আরোহী ধারার আরেকটি বিবর্তন, উভরোহী, এর কারন হল এই লেখাটি উপর থেকে পড়ে এলে এটিকে গঠন অনুসারে একটি অবরোহী পঞ্চদশ ঘরানার লেখা । আবার এটি যদি নীচ থেকে পড়ে উপরে আসা যায় তবে এটি একটি আরোহী পঞ্চদশ ঘরানার লেখা । বিষয়টি কবিতাটিকে দুই ভাবে উপস্থাপন করে সম্যক ভাবে দেখাচ্ছি ।
প্রথমে বর্তমান লেখাটিকে একটি অবরোহী পঞ্চদশ ঘরনার লেখা হিসাবে উপস্থাপন করছি ।
অবরোহী পঞ্চদশঃ ঈদ
এ
চাঁদ
ঈদের,
হাসিখুশি
আনন্দময়
আলোকিত ঈদ,
ঈদ উল ফিতর,
আত্মশুদ্ধির প্রেরনা
পবিত্র মাহে রমজান,
সংযমের পুরষ্কার ঈদ,
ঈদ মানে ভ্রাতৃত্ত্বের বন্ধন
ঈদ মানে রমজানের পূর্ণতা
ঈদ মানে বাঁধভাঙা উচ্ছ্বাসধ্বনি
ঈদ মানে বুকে বুক মিলনের দিন,
ঈদ মানে বিভেদ ভুলে একতার বানী ।
এবার এই লেখাটিকেই যদি বিপরীতক্রমে শেষ থেকে লাইন ধরে পড়ে প্রথমে আসা হয় তবে আমরা একটি আরোহী পঞ্চদশ ঘরানার লেখা পেয়ে যাই
আরোহী পঞ্চদশঃ ঈদ
ঈদ মানে বিভেদ ভুলে একতার বানী
ঈদ মানে বুকে বুক মিলনের দিন,
ঈদ মানে বাঁধভাঙা উচ্ছ্বাসধ্বনি
ঈদ মানে রমজানের পূর্ণতা
ঈদ মানে ভ্রাতৃত্ত্বের বন্ধন
সংযমের পুরষ্কার ঈদ,
পবিত্র মাহে রমজান,
আত্মশুদ্ধির প্রেরনা
ঈদ উল ফিতর,
আলোকিত ঈদ,
আনন্দময়
হাসিখুশি
ঈদের,
চাঁদ
এ
একই কবিতার ভেতর অবরোহী ও আরোহী এই দুই ধারার সম্মিলন ঘটে বলেই এই ধারার নাম উভরোহী । এটি এই ধারায় প্রথমে আরোহী বা অবরোহী যে কোন ঘরানার লেখা আসতে পারে । আবার সমারোহী পঞ্চদশ ঘরানার লেখাকেও এভাবে দুইদিক থেকে অর্থবহ উভরোহী ঘরানার লেখায় বিবর্তিত করা সম্ভব । সবার জন্য রইল ভালোবাসা ।