আসরের এক কবিবন্ধু আমাকে এস এর সি সন তথা বয়স বিষয়ক একটি প্রশ্ন করলে তাকে আমি উত্তর দেই, আমার মতে সাহিত্যে মানসিক বয়সটাই আসল, শারীরিক বয়স খুব গুরুত্বপূর্ণ কিছু নয়, , আমার মানসিক বয়স -১০০০ থেকে + ১০০০ বছরের মধ্যে ওঠানামা করে, প্রসঙ্গত কবিতা আসরের কথাই বলি, এখানে কবিদের শারীরিক বয়সের উল্লেখ করা হলে বয়স ভিত্তিক একটি সিনিয়র জুনিয়র শ্রেণী বিভাজন শুরু হয়ে যাবে যেটা সাহিত্যে সমীচীন বলে মনে করি না, বন্ধুত্বসুলভ আবহে আসরের আমরা অনেককেই তুমি বলি, দেখা যাবে এই Seniority Juniority ব্যাপারটি এসে এই সুন্দর বন্ধুত্ব পূর্ণ সম্পর্কের মাঝে দ্বিধার দেওয়াল তৈরি করবে । এখানে তাদের অনেকেই বয়সে আমার সিনিয়র যাদের শুরু থেকেই তুমি বলি আবার জুনিয়র কেউ কেউও দেখা যায় আমাকে তুমি বলছে, বয়স বা সামনা সামনি দেখা সাক্ষাৎ সম্পর্কের উপর একটি প্রভাব ফেলবে, সম্পর্ক একটি নতুন ডাইমেনশন পাবে, এ নিয়ে আসরের কাউকে কাউকেও দেখলাম দ্বিধাগ্রস্থ হতে । আমার অভিমত হল বর্তমানে কবিতা আসর যেভাবে চলছে বেশ চলছে তাই চলুক এভাবেই।