তুমি ছিলে, আমিও ছিলাম,
আকাশ ছিল ঘন নীল
তবু কেন তোমার সাথে আমার
হল না যে মনের মিল ...
কৃষ্ণচূড়াও লালই ছিল,
তোমার শুধু চোখ ছিল না দেখার,
তোমার পাশে কেউ তো ছিল,
তোমার শুধু মন ছিল না বোঝার ...