সাধিতে গিয়াও বিমুখ
হাসান মাহমুদ


দেখিতে সাধিতে চাহিয়াছে যে মন
কেমনে বাঁধিব তাহারি রাখি অন্য ক্ষণ,
কত শত আশারা ইশারায় ডাকিল
সাধিতে চাহিয়াছে যে মন কোনো কাল।
যে মন চাহিয়াছে তাহারে রাখিতে মনে
সে মন কেমনে তলাবে পূর্ণিমা তিথিতে এ ক্ষণে,
যাহারে চাহিয়াও পাইলো না সাধের আহ্লাদে
সাধের কি সাধ্য আছে রাখিবে নয়নের ফাঁদে?
সাধেরাও দৃষ্টি ভগ্ন মনোরথে হারিয়ে যায়
সাধেরও সাধ আসে ভুল সাধনের বায়,
আমারে হারিয়ে খুঁজেছ নতুন সাধন
তোমারে না পেয়ে ও আছি সাধের কথন।