আমাদের প্রেম পরে রয়
হাসান মাহমুদ


সব প্রেম উড়ে গেলো সাঁঝের ধূলার পরে
মৃত কিটের স্তুপে; পরে রইলো পৃথিবীর ধারে,
সন্ধ্যায় উড়ে যাওয়া;
সাদা পালক বক আর শালিকের পথে
আমাদের প্রেম রয়ে গেলো।
মৃত কঙ্কাল মিনতি দেবির পরে
অভিসার মস্তক নতে দাঁড়িয়ে
আমাদের প্রেম চায়;
বহমান জলধির কোলে মাথা রেখে
ঘুমায় পড়িবে কোনো এক সন্ধ্যায়,
অবিকল আলোহীন জোনাক
গান গায় আনমনা বেসুরো
সেখানেই পরে রয় আমাদের প্রেম।
মেঠো পথে চড়ুই ঝাঁক শব্দ বেঁধে
নুপুরের স্নিগ্ধ সুর পেয়ালা পানে
পরে রয় আমাদের প্রেম ;
বোকাসোকা ভাবুকের চিরকুটে
লেখা পায় আমাদের প্রেম।