অন্ধকারের গহ্বর থেকে
আলোর কাছাকাছি এসেও
ভুল সুধরে নাও নি- হে প্রতিপক্ষ,


শিকড়ের থেকে জন্ম নেয়
সহস্র প্রতিফল,
জন্ম নিচ্ছে, জন্ম দিচ্ছে-
ধেয়-ধেয় করে বেড়ে উঠছে প্রতিপক্ষ।


আদর্শের চওড়া গালে চুমু খায়
সুদুরের লোভ-লালসায় মত্ত হয়ে,
আর আদর্শ জন্মগত অসম সম্পদ
মেদহীন নর্তকীর নৃত্য-সুখের
আলিঙ্গনে জন্ম নেয় নিস্পাপ সহোদর।
অজস্র অবৈধ স্থাপনা দিনের পর দিন-
শতাব্দীর পর শতাব্দী
অবলা পৃথিবী ধারণ করে চলেছে নির্বোধের মত।


তাই ভুলে সবাই বৌদ্ধ হয়ে, মুসলিম হয়ে
হিন্দু হয়ে, খ্রীস্টান হয়ে জন্মায়
- মানুষ হয়ে নয়।