তোমার কপালের টিপটার কথাই ধর,
বেশ বড়,এতো বড় টিপ অন্য কোন নারীর
কপালে দেখিনি।প্রতিদিন ঘর থেকে বের হওয়ার
মুহুর্তে যত্নে টিপটা কপালের ঠিক মাঝখানে লাগিয়ে নাও।
আমি ভাবি,কতটা যত্ন পেল কপালের টিপ!
মাঝে মাঝে মনে হয়,খেয়ালি নিয়ম ভাঙ্গার মত
খুলে নেই ওটা,তারপর কপালের ঠিক মাঝখানে,
যেখানে টিপের রাজসিক অবস্থান সেখানে একটা
চুমু এঁকে দেই।


সকলেরই কিছু না কিছুর প্রতি প্রেম আছে,
আছে প্রেমিকা, নারী বা পুরুষ বা পার্থিব কিছু।
সন্ধ্যে হলে তার টানে বাড়ি ফিরে যায়,অথবা
গোপনে অপেক্ষা করে।
আমার সেরকম তোমার কপালের টিপ।
তোমার টিপের মধ্য থেকে সমুদ্রের গন্ধ পাই,
মনে মনে তাকে আদর করি,তোমার টিপের ভিতর
লুকিয়ে থাকা ছদ্মবেশী সমুদ্র আমার দিকে তাকিয়ে হাসে,
আমার ঠোঁট উত্তপ্ত হয়,
পৃথিবী তোলপাড় করা প্লাবনের শব্দ শুনতে পাই,
প্রবল তৃষ্ণায় আমার গলা শুকিয়ে আসে।


এই কথাগুলো তোমাকে বলা হয়নি।
সামান্য একটা টিপের এতো প্রবল আকর্ষণ,
বুকের ভিতর বুনো হাঁসের মত ডানা ঝাঁপটায়।
এটা হয়তো জীবনের ভুল,
মাঝে মাঝে মনে হয়,
আমি টিপের কাছে একবার ক্ষমা চাই।


©
#হাসান_কামরুল।।
হাসপাতাল রোড, জয়দেপুর।।
২০/০৭/২০১৭।।