মানবাকৃতি হলেও মোদের চেতনা সমান নয় ,
চেতনা বিহীন প্রাণ-সত্তায় জীবনের পরাজয় ।
চেতনা চালিত করে
মানুষ মানুষ গড়ে ,
চেতনা সত্তা হারিয়ে গেলে সে আর মনুষ্য নয় ।
বিকৃত-মনা চেতনা বোধেই পাগলের পরিচয় ।


শিক্ষাই চেতনা আনে , নির্দেশ দেয় সুপথের ,
চেতনা জাগ্রত করে ঘুমন্ত অবচেতনের ।
প্রকৃত ধর্মের বোধ
গড়ে তোলে প্রতিরোধ—
নীতি হীনের , ঘুম ভাঙে ভেতরের মানুষের ,
জাগিয়া ওঠে তৃতীয় নেত্র , দেখে সব সুদূরের ।


অচেতন মনের স্বপ্ন সে তো স্বপ্নই থেকে যায় ,
চেতনা উদ্বুদ্ধ করে দুস্তর সব সাধনায় ,
চেতনা বিহীন মনুষ্যত্ব
কাঁঠালেরই আমসত্ব ,
চেতনা ঘুম পাড়িয়ে রেখে যে করে অন্যায়---
নিদ্রিত চেতনা যার কে তাহাকে শুধরায় !


নিজেকে জানতে চাও ? চেতনা জাগাও ,
এক থেকে বহুত্বের সাম গান গাও ,
একই উৎস সবাকার
চেতনাই জানবার—
মূল মন্ত্র , মনে রেখো চেতনাতে পাও ,
মানবিকতার বোধন ঘটাও , হীনতা বিদায় দাও ।
     **************************