বাংলা মোদের মাতৃভাষা বাংলা মোদের স্তন্য ,
মেটায় মোদের মন পিয়াসা তাই এ ভাষার জন্য—
গর্ববোধে শ্রদ্ধা করি , নেই দ্বিধা নেই লজ্জা !
পরের ভাষায় কথা বলায় নেই তো ‘আতিশয্যা’।


মায়ের ভাষায় কথা বলায় মনে আসে শ্রদ্ধা বল ,
মাসির স্তন্যে ঝোঁক ছেড়ে দাও , মায়ের স্তন্যে অবিচল—
থাকলে পাবে শব্দ-ভাঁড়ার , চাই মানসিক মুগ্ধ টান ,
অলি-গলি-পল্লী-পাড়ায় ভালোবাসার স্নিগ্ধ গান ।


মায়ের ভাষায় লজ্জা লাগে ! পরের ভাষায় গর্ববোধ ?
জেগে ওঠো গড়ে তোল আত্মরক্ষা প্রতিরোধ ।
নইলে যাব হারিয়ে মোরা , যাবে মুছে এই ভাষা ,
রফিক-শফিক দুঃখ পাবে , উঠবে জেগে হতাশা ।


সাহিত্যেতে বাংলা সেরা , রবি সেরা বিশ্বেতে ,
বাংলা বারি-ধারা সম দুর্বিসহ গ্রীষ্মেতে ।
    *******************