ঝমঝম  বরষার ধারা অবিচল ,
জনশূন্য পথ-ঘাট ধূ ধূ চারিধার ,
কৃষক ছিল না মাঠে , পথ চলা ভার ,
পরিধেয় ভিজে গেল , আমরা বিহ্বল—
খুশিতে , মুখর জুটি মন টলমল ,
কেউ নেই দেখিবার , বর্ষাতি ধার—
গুন্ঠন করিয়া দিল , বরষা বাহার !
উষ্ণ হৃদয়-শরীর হইল শীতল ।


স্মৃতিময় সেইদিন কভু ভুলিব না ,
আসিবে না কোন দিন এমন করিয়া ,
তবুও বারেক তাহা কভু তুলিব না ,
মনের অতল তলে রাখিব ধরিয়া
সুসুপ্ত হৃদয় মাঝে , ব্যক্ত করিব না ,
স্মৃতিসুখ পাই যদি মনেতে স্মরিয়া ।
     ##############