ঘুমন্ত মায়েরা ওই জেগে উঠেছে ,
মূক হয়ে ছিল যারা মুখ ফুটেছে ।
কু-শাসন ভেঙে দিতে হয়েছে বিদ্রোহী ,
সুউচ্চ শেখর লক্ষ্যে হয়েছে আরোহী ।
দমাতে চেয়ো না আর রক্ষণশীলেরা ,
আজ আর নয় তারা ‘পরিধেয়-ছেঁড়া’ ।
অধিকার আদায়েতে হয়েছে উন্মুখ ,
চাপিয়া যাবে না রোখা খুলেছে যে মুখ ।


প্রাচীন বর্বর যুগ হয়ে গেছে শেষ ,
একবিংশ যুগ এটা , যুগের নির্দেশ—
মেনে চলো , হাত তোল , হও আধুনিক ,
সসম্মানে ক্ষান্ত হও , ছাড়ো আসুরিক ।
ঘরে ফেরো পথ হারা বিভ্রান্ত পথিক ,
সমস্বরে গাও গান—‘বর্বরতায় ধিক্’ ।
    *******************