রাজনীতির পঙ্কিলতায় ডুবে যাচ্ছে মোদের দেশ ,
মসনদের লোভে সবাই ছড়ায় সদা হিংসা দ্বেষ ।
রাজনীতির তর্জা হলে শুনতে তখন লাগে বেশ ,
নেতা-নেত্রী সবাই পরে মুখোশ সহ ছদ্মবেশ ।


অভিনয় আর বাক্ পটুতায় যিনি যতই পটিয়সী
তিনি ততই বড় নেতা গায় মাখা থাক যত মসি ।
দুঃসাহস আর ধূর্তামিতে যাহার যত সিদ্ধ হস্ত
তিনি ততই বড় মন্ত্রী , তিনি ততই নেতা মস্ত ।


মনীষিদের হুঁশিয়ারী—‘দেশকে নিয়ে রাজনীতি নয়’ ,
দেশকে নিয়ে নেই ভাবনা , নজর শুধু ভোটেতে জয় ।
নামেই শুধু প্রজাতন্ত্র , প্রজা মরছে হয়রানিতে ,
রাঘব বোয়াল ফসকে গিয়ে দিচ্ছে তাদের কোরবানিতে ।


দুর্নীতিতে ভরছে এ দেশ , এইটাই ভয় এখন দেশের ,
রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে রাজনীতিটা সর্বনাশের ।
সর্বনাশা রাজনীতি নয় স্বাস্থ্যকর এই গণতন্ত্রের ,
অন্তরায় হয় সমৃদ্ধিতে , ভোগান্তি হয় আম-মানুষের ।


শ্রদ্ধা নেই আর রাজনীতিতে , গায়ের জোরে ভোট চলেছে ,
গণতন্ত্র মরে গিয়ে কঙ্কালটাই আছে বেঁচে ।
নৈতিকতা ফিরে এলে রাজনীতিকরা শ্রদ্ধা পাবে ,
সেবাব্রত ফিরে আসুক তা হলে দেশ বেঁচে যাবে ।
           —————————————