যে দিন আমি হারিয়ে যাব দূরের অচিন দেশে ,
পুরোনো বেশ রেখে যাব নতুন আর এক বেশে ।
সে দিন কি কেউ রাখবে মনে !
বলবে কথা আমার সনে !
রাখবে আমার কোন স্মৃতি আমায় ভালোবেসে !
যে দিন আমি হারিয়ে যাব দূরের অচিন দেশে ।।


রাখতে আমি পারিনি তো কোন অবদান ,
চলে গেলে গাইবে কে আর আমার জয়গান !
ঋণের বোঝা বয়েই গেলাম ,
কিছুই তাহার না শুধালাম ,
এ ঋণ থেকে মুক্তি দিতে ডাকবে কি কেউ এসে ?
যে দিন আমি হারিয়ে যাব দূরের অচিন দেশে ।।


খেয়ে গেলাম , পরে গেলাম সারা জীবন ধরেে ,
কাউকে আমি পারিনি তো নিতে আপন করে !
কে আর আমায় বাসবে ভালো ,
আঁধারে কে জ্বালবে আলো !
দীপ-সলিতা-তেলের জোগান দিইনি দিবা শেষে !
আঁধারে কে জ্বালবে আলো আমায় ভালোবেসে ।।


কারো তরে সারা জীবন যাইনি কিছু রেখে ,
কিছুই আমি যাইনি রেখে , মানুষ যাহা দেখে—
ছিঁটেফোঁটা রাখবে স্মৃতি ।
থাকবে কেন কোনই প্রীতি !
চলে গেলে ভুলেই যাবে সবাই অবশেষে ।
যে দিন আমি হারিয়ে যাব দূরের অচিন দেশে ।।


ফিরে যদি আসি আবার চিনবে কি কেউ মোরে !
‘তোমাদের সেই অকর্মাটি’ গলাবাজি করে—
বললেও কেউ শুনবে না কান পেতে ,
যত বারই বলব আমি চলার পথে যেতে ,
পাগল বলে হাসবে লোকে , শুনবে না কেউ এসে !
রাখবে না মোর কোনই স্মৃতি আমায় ভালোবেসে ।।


এ জনমের ঋণ পরিশোধ করতে যেন পারি ,
প্রভূ তুমি কৃপা করে ঝরাও আশিস-বারি ।
অধমের এই কাতর দাবী শোন ,
এ ছাড়া আর নেই আকুতি কোন ,
আসতে যেন পারি আবার খাঁটি মানুষ বেশে ।
চলে যাবার পরেও আবার আমার বাংলাদেশে ।।
     *************************