ঘুম ভাঙানো বৃষ্টিতে
মন ভেজানো সৃষ্টিতে
আজি—জাগলো সকাল বেলা ।
সূয্যি মামার নেই দেখা ,
বসে আছি শুধুই একা ,
মনের দাওয়ায় স্মৃতি করে খেলা ।
ফিরে গেলাম শৈশবে —
ঘুম ভেঙেছে এই সবে ,
ছুটে গেলাম মোদের পাঠশালায় ।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
সকাল থেকে সারা দুপুর ,
শির শিরিয়ে উঠছে এ মন পশ্চিমা হাওয়ায় ।
গুরু মশাই নেই হেথা ,
মন চলে যায় চাই যেথা ,
টোকা মাথায় চাষীর ভাটিয়াল ,
কাক ভেজা এই বর্ষাতে
আবছা আলোর ফর্সাতে
মাঠে মাঠে চষে চাষীর হাল ।
কোথাও চাষী বীজতলায় ,
ধানের চারা কেউ লাগায় ,
আমরা যারা কৈশোরে সাঁতরাই—
জোয়ার-জলে জল কেলি ,
গড়িয়ে মাঠে পাঁক-খেলি ,
কূল হারানো পুকুর পাড়ে যাই ।
এক ছুটে যাই মায়ের কাছে ,
খুশবু ছড়ায় ভাজা মাছে ,
কাঠের চুলোয় গায়ে লাগাই তাপ ।
এ ঘর থেকে ও ঘর যেতে
রাস্তা করা মাচা পেতে ,
উঠোন পুকুর হয়েছে ছয়লাপ ।
বৌদিদিরা কড়ি খেলে ,
মেঝদি বসে রুটি বেলে ,
মায়ের কন্ঠে মনসামঙ্গল ।
অবিরত ঝরছে ধারা ,
বন বনানী আত্মহারা ,
বসার ঘরে গল্প অনর্গল ।
ভেলা নিয়ে ছুট খেলা
সকাল থেকে সাঁঝ বেলা ,
কখনো বা খেলা ডিঙি নায় ।
অলস দিনের পথ চলা —
গল্প-দাদুর সেই গলা —
কোথায় যেন হারিয়ে গেল হায় !
     *****************