রজনীকান্ত , তুমি কি ক্লান্ত—
                    নীলাকাশ পাড়ি দিয়ে ?
রাতের শ্রান্তিতে ঘুমাও ক্লান্তিতে
                    প্রভাতের পরশ নিয়ে ।।
তোমার শান্তির কৌমুদি জলে
অবগাহি মোরা সবে কুতূহলে ,
উপহার দাও , কিছু নাহি নাও
                    জোছনা ঢেলে দিয়ে ।।
                    নীলাকাশ পাড়ি দিয়ে ।।
পুরো কলেবরে তুমি চরাচরে
                    মাঝে মাঝে এসে দেখা দাও ।
প্রতিদিন নাই , তাই বুঝি চাই—
                    সোহাগের পরশ বুলাও ।
শিশুদের কাছে তুমি চাঁদ মামা ,
আকাশের আঙিনায় দাও তুমি হামা ,
শুক্লার কালে শিশুদের ভালে
                    দাও তুমি টিপ পরিয়ে ।।
                    নীলাকাশ পাড়ি দিয়ে ।।
                     *************