সকালে বাতায়নে দোয়েলের শিস
          মনটাকে করে তোলে বিহ্বল ।
প্রশান্ত দুপুরে শান্ত ঘুঘুর ডাকে
          মন হয় আনমনা চঞ্চল ।।
          ওগো খেলোয়ার এ কি খেলা !
          সন্ধ্যা-সকালে সারাটা বেলা—
সন্ধ্যায় কাকলিত সম্মেলনে
          উচাটন মন হয় অবিচল ।।
          মনটাকে করে তোলে বিহ্বল ।।
নিশুতি রাতের নির্জনতায়
          হুতুমের ডাকে গা ছমছম ।
বিরহিনীর একাকিনী মন
          কেঁদে ওঠে সে কি নিরুপম !
          এই বিশ্ব খেলার বিস্ময়—
♠          যুগের তরঙ্গে গতিময় ,
অনন্ত যাত্রার অসীমতায়
          ছন্দ জাগায় শুধু ছলছল ।।
          মনটাকে করে তোলে বিহ্বল ।।
          *************************