বিস্ময় জাগানো শুনিয়া সে কথা—
তৃপ্ত আমি , তবু সে যে অনবদ্য বিষাদের বাণী ।
সে নাকি আমার লাগি
অশ্রু সায়রে ডুবে হয়েছে ব্যাকুল ।
কী পেয়েছে মোর মাঝে !
কেন সে মোহিত আর কাতর তৃষায় !
জলে ভরা কেন তার নয়ন-সরসী !
কেন সে করেছে মোরে মনের মন্দির মাঝে
মহা এক উপাস্য দেবতা !
দেবত্ব কী আছে মোর ,
কী করে লহিব পূজা ,
আমিও যে প্রেমের কাঙাল !
ভালোবাসা দিতে জানে শুধু ,
সে কি কভু হাত পেতে লহে কিছু
অঞ্জলি-পুটে ?
প্রাণের প্রতিমা করে গড়িয়েছি ,
আমিও তো তারে —
মনের মন্দির মাঝে বসিয়েছি
অনাবিল চিরস্থায়ী শোভিত আসনে ।
তাকে আমি দিব বলে এতদিনে যাহা কিছু
করেছি সঞ্চয়—
সব কিছু লয়ে আজ দাঁড়িয়েছি
তাহারই উদ্দেশ্যে ।
দিব আমি দিব তারে
উজার করিয়া এ হৃদয় ।
না না , আমি লহিব না তার পূজা ,
লহিতে পারি না আমি তার কাছ থেকে ,
আমি শুধু প্রস্তুত দিবার লাগি ।
                ***********