মা গো , তোমায় ফেলে চলে আসি —
                      কত দশক হয়ে গেল পার ,
ধাত্রী মায়ের কোলে বেঁচে আছি শুধু
                       বাজে নিঃশ্বাস হতাশার ।
পিতৃহীন-মাতৃহীন অনাথ আমি
                        তোমার স্বপ্নে বিমোহিত ,
ফিরে কেউ আসবে না আর—
                        দুজনেই আজ তিরোহিত ।
এক মাত্র তুমি আছো
                        সীমান্তের ওই তো ওপাড়ে ,
কত কাছে আছো তুমি !
                        দূর করে দিল কাঁটাতারে !
ছলছল দু’চোখে তুমি —
                         মাঝে মাঝে দেখা দাও মোরে ,
শান্তির সুখ-পরশেতে কাটে
                        সময় সময় তা আচ্ছন্নের ঘোরে ।
জেগে উঠে হতাশায় বুক ভাঙে
                        দেখি তুমি চলে গেছো ছেড়ে ,
এক মাত্র ভাঙা লেখনীটা আছে
                        এটা মোর নিও না কো কেড়ে !
যদি পারো দেখা দিও
                       প্রতিদিন একবার তুমি ,
এ জনমে হবে না ফেরা ,
                      প্রণাম তোমায় হে জন্মভূমি ।
আবার যদি আমি ফিরে আসি কভু
                     বুকে টেনে নিও গো আমায় ।
তোমার কোমল কোলো দিও গো আশ্রয়
                      যদি ফিরে আসি সে-বেলায় ।
                   —০—০—