চির ভাস্বর তুমি ভাস্কর !
জ্যোতি-দীপ্ত , প্রণাম তোমায় ।
জ্ঞান-বহ্নি জ্বেলে , তন্বী—
করে নশ্বর , জ্বলো আকাশের গায় ।
তুমি থাকবে , মনে জাগবে ,
দোলা লাগবে চিরদিন মানব হৃদয়ে ।
তুমি কাব্যে গেলে নাব্যে
স্রোত উতরি এ নিখিল-বিশ্ব-বিজয়ে ।
গীতি-নাট্যে , শিশু পাঠ্যে
সুসাহিত্যে হলে সম্রাট ।
উত্তমর্ণ ! যুগ-স্বর্ণ—
তব দত্ত , নমি হে বিরাট !
‘ ঘরে বাইরে ’ ভুলি নাই রে !
কি যে দর্শন হল সৃষ্টি !
‘ভাষা তত্ত্ব’, কোন সত্য
ফেলে যায় নি তব দৃষ্টি ।
দেখি পদ্মায় বসে তরিকায় ,
‘ সোনার তরীতে ’ হলে ধন্য ।
শুনে চমকায় ‘ সব ঝুট হ্যায় ’
‘ক্ষুধিত পাষাণে ’ অনন্য ।
পড়ে ‘ চিত্রায় ’ মন সাঁতরায়
যৌবন উছলিত বন্যায় ।
‘রোগ শয্যায় ’তুমি রচনায়
ডুবে র’লে আজীবন-সন্ধ্যায় ।
কিছু চাওনি , কিছু নাও নি ,
দিয়ে গেলে ফসলিত জমি ,
আজো ফলছে , জের চলছে
হে মহান তোমায় নমি ।
******************************
রবীন্দ্র জয়ন্তীতে কবীন্দ্র স্মৃতিচারণ ।
*******************************