আমরা নিঃস্ব সর্বহারা , আমরা দুখী ছন্নছাড়া ,
আমরা চাষী , আমরা তাঁতী
এই পৃথিবীর শ্রমিক জাতি
বহাই মোরা ভর দুপুরে এই দেহেতে ঘামের ধারা ।।
মাটি খুঁড়ে ফসল ফলাই ,
অনশনে রিক্সা চালাই
সকাল থেকে রাত দুপুরে সময় কাটাই শ্রমের দ্বারা ।।
খনি থেকে কয়লা তুলি
ধ্বসের মাঝেই পটল তুলি ,
আমরা গড়ি অট্টালিকা যেথায় থাকে রাজ রাজারা ।।
আমরা ছুতোর, আমরা জেলে ,
আমরা কুমোর , ধোপার ছেলে ,
জেলে মোরা সাগরে যাই মাথায় নিয়ে মরণ -খাড়া ।।
আমরা কুলি , আমরা মুটে
বোঝা পেলে যাই যে ছুটে ,
লক্ষ টাকার বোঝায় লভি দু’ চার টাকার ভাড়া ।
ধনীদেরই ধনের পাহাড় আমরা দিই পাহারা ।।
              ****************