মানুষের সেবা অনুদানহীন !
               কোন্ কালের কোন্ কথা ওটা ?
একবিংশের আধুনিক যুগ—
               সেবা করে হতে চাই মোটা ।
পাবলিক খুশি , টাকা দিতে রাজি ,
উল্টে পাল্টে যত পারি ভাজি ,
পরিবার খুশি মোটা টাকা আনি
               কর্মের বিনিময়ে ,
বিফলে বরং উল্টো ঘটে
               জীবনের পরাজয়ে ।
আমি বড় নেতা পাবলিক জানে ,
কত সম্মান , তারা সবে মানে ,
টাকা দিয়ে যদি কাজ পায় তারা ,
               এটা তো তাদের লাভ ,
কাজ না হলে দুঃখ পাবে
               চলে যাবে সদ্ভাব ।
ঘুষ কত মিঠে , কত পুষ্টিকর ,
খায় না যাঁহারা তাঁরা নীচতর ,
যুগের সঙ্গে পারে না চলিতে
               বোকা ওঁরা শুধুই অচল ।
ঘুষ নাও মোটা , কাজ করে দাও ,
               পাবে মোটা ফলাফল ।
নারদা - সারদা কিছু বাদ নেই ,
যেখানে যা আছে সব কিছুতেই
অবদান আছে , ভোটের বাজারে
               সব কিছু ফুসফাস ,
গণতন্ত্র আছে মোদের ভারতে
               নেই কোনো পরিহাস ।
**************************