সত্য-স্বচ্ছ-মুক্ত চিন্তায়
মানুষ হয়ে ওঠে সুমহান ।
মায়েদের প্রতি সত্যি শ্রদ্ধা
আর মাটির প্রতি অনাবিল টান ,
কুটিলতাহীন মুক্ত মনে যদি রাখা যায়
মানুষের প্রতি অগাধ বিশ্বাস ,
মুখ নিসৃত কথাগুলি যদি
সিক্ত করে আন্তরিকতার নির্যাস ,
মানবতার প্রলেপে যদি
হয়ে পরিপাটি হয় তা প্রলিপ্ত ,
খোলসের অন্তরালও যদি
কপটতাহীন কল্যাণে থাকে দীপ্ত ,
সমাজ আর বিশ্ব সংসারের
সর্বস্তরের প্রতিটি মানুষ
প্রতীক্ষার অবসানে হলে আশ্বস্ত
পুড়ে যাবে সন্দিগ্ধ যেকোন ফানুস ।
নিরাশার ক্ষতস্থানে
সংক্রমণ করিলে বিস্তার
পুঞ্জীভূত হতাশার দীর্ঘ নিশ্বাসে
ধ্বনিত হলে চারিদিকে নিঃশব্দ হাহাকার ,
সন্দেহের মোড়ক ছিঁড়ে
উন্মুক্ত হয় যদি নীচতার নগ্ন পরিচয়
নৈতিকতার নিরীক্ষণে সেটা হবে
বাস্তবতার ঘৃণ্য পরাজয় ।
           —০—