কর্মস্থলে কর্তব্যের বাধা উপেক্ষিয়ে
গিয়েছিলাম তব দোরে ,কলেবর নিয়ে
ঘর্মাক্ত , শ্রান্ত সে কি ! কি তৃষিত মন !
অনুভূতির আলিঙ্গনে এলো জাগরণ ।
মুদিত দুচোখ খুলে কি যেন কি বুঝে ,
অরূপের সিন্ধু মাঝে যা পেয়েছি  খুঁজে —
সে আজ অব্যক্ত , সে কি সৌম্য শান্ত ধীর ,
কর্তব্যে নিষ্ঠা সে কি কোমল-নিবিড় !
সুদৃঢ় দু’চোখ যেন অপার্থিব দীপ্তিতে মথিত ,
যেন নির্মাল্য দুইটা ফুল মনোহর মালায় গ্রথিত ।
সৌম্য মূরতি দেখে লাজ পেল আকাশের শশী ,
স্নিগ্ধ হাসিতে মেখে এলো সে কি ভুবনেতে খসি !
কর্মস্থল মোর কাছে হলো পুণ্যভূমি ,
জানি না কী কথা সেদিন ভেবেছিলে তুমি ।
                 **********