তুমিই জননী , তুমিই শক্তি ,
তোমার প্রতিই শত আসক্তি ।
তুমিই ভগিনী , বন্ধুও তুমি ,
তোমার তুল্য শুধু মাতৃভূমি ।
তুমিই সমাজ , তুমি পরিবার ,
শক্তি যোগাতে তুমি দুর্বার ।
তুমিই ধাত্রী , গর্ভধারিনী ,
তুমিই রুদ্রা রণরঙ্গিনী ।
স্তন্য প্রদায়ী তুমি মহীয়সী
অন্যায় দমনে ধরো করে তুমি অসি ।
তুমিই স্বস্তি , তুমিই শান্তি ,
দূর করো তুমি আমাদের ভ্রান্তি ।
তুমিই প্রেমিকা , ধর্ষিতা তুমি
ক্ষমিও মোদের , তব পদ চুমি ।
কলঙ্কিতা হও পুরুষের লাগি ,
বক সাজে তারা , তুমি হও দাগী ।
ফুলের পাঁপড়ি সম তুমি সুন্দর ,
আকৃষ্ট হয় সবে সেজে মধুকর ।
তোমায় ছিঁড়িয়া কেউ মাড়ায় যখন
ব্যথায় ব্যথিত হয় মানুষ তখন ।
মনুষ সবাই তো মানুষ নহে
তোমাদের অপমানে হৃদয় দহে ।
              **********