একবৃন্তে গুচ্ছ ফুলও ঝরে যায় সবই
একে একে ধরার ধূলায় ,
কে কাহার নেয় সমাচার !
কেউ বা দলিত হয়ে ধূলায় লুটায় ,
শিল্পীর হাতে পড়ে কেউ সুখী হয়ে
মালিকার গ্রন্থিতে করে স্বস্থান ।
বাতাসের হিন্দোলে দোল খেয়ে কেউ
আচমকা পড়ে যায় তটিনীর তটে ,
কুলুকুলু ঢেউ এসে নেয় তারে করিয়া বরণ ।
তখন সে ছুটে চলে অসীমের পানে ,
তারপর মিশে যায় মহাসাগরে ।
কেউতো কাহারো পানে চায় না ফিরে ,
পারে না রাখিতে কারো
কেউ কেনো খোঁজ ,
কোনো একদিন
যদিও তা ফুটেছিল একই বোঁটাতে ,
তবু আজ সবে ছাড়াছাড়ি ।
দুই বিটপীর দুই বৃন্তে যদি
ফোটে দুটি এমন কুসুম
সে কি নয় অচিন্ত্য ঘটনা বহুল !
             **********