অস্তাচলের লক্ষ্যে পাড়ি
               জমিয়ে যেদিন সন্ধ্যাতারা
সৃজিল এক শোকের সাগর
               আকাশ হল পাগলপারা ,
নিঃঝুম তার হৃদয় খানি
               ভেঙে ভেঙে টুকরো হলো ,
স্তিমিত তারার আলোয়
               কে আর তাকে দেখবে বলো !
মেঘের মায়া সৃষ্টি করে
               রাখলে মাঝে আড়াল করে ,
ওপাড় বসে গল্প বলা
               শোনে না আজ ক’দিন ধরে ।
প্রতীক্ষা তার ফুরিয়ে গেলে
               আসবে যখন বিদায় বেলা —
হতাশ হয়ে দেখবে সেদিন
               শেষ করিয়া সকল খেলা ।
সন্ধ্যাতারা পড়লে ঝরে
               আকাশের ওই পট থেকে —
চিরতরে হারিয়ে গেলে
               কী হবে আর মান রেখে !
             ##########