বেলা শেষের মলিন আলোর মায়া ,
আধো আঁধারের অপরূপ কালো ছায়া ,
আলো-আঁধারের বিদায়-বরণ দ্বন্দ্ব ।
আলোকের সীমা রেখা শেষ ,
আঁধারের দৃষ্টি নির্নিমেষ
নিমীলিত দিবসের মিষ্টি মধুর ছন্দ ।


শান্ত সুনিবিড় এই সান্ধ্যরাগে
সারা দিবসের সঞ্চিত অনুরাগে
দোল দেয় সে , উপেক্ষা করে না তাকে আর ।
মাথা পেতে মেনে নিয়ে সে
বেলা শেষের বিদায় আবেশে
আগন্তুক রজনীকে সমর্পণ করে তার ভার ।


আবছায়ার মহা সমারোহ
সকলের মনে জাগে কি অব্যক্ত মোহ !
অনিন্দ্য সুন্দরী সে যদিও নেই আলোকের ছটা ,
সাঁঝের প্রদীপ শিখায় সে তার
বিদীর্ণ করিয়া সব মায়া-অন্ধকার
ধূপের সুগন্ধ মিশে পবিত্রতা করে ঘনঘটা ।


মন্থর হয়ে আসে ব্যস্ততার ভীড় ,
স্বস্তির নিঃশ্বাস নামে এই ধরণীর ,
নেমে আসে স্বর্গসুখ সন্ধ্যার সুপবিত্র কোলে ।
মন্দিরের সুগন্ধী আর সুললিত ধ্বনি
সুদূরের আযানের মধুরতা রণি
নিঝুম সন্ধ্যার বুক মধুর পবিত্র রথে দোলে ।
              ###########