“চাবুকের ঘায়ে গ্যালিলিও যদি বলে সূর্য ঘোরে !”
পৃথিবীর পরিক্রমণ রুদ্ধ কি হবে ক্ষণকাল ?
শাসনে শোষণে নিপীড়িত হলেও
মনবিক মুখ বন্ধ কি রবে চিরকাল !
বহমান প্রকৃতি আপন খেয়ালে —
অনন্তে নিয়ত ছোটে অনাগত পানে ,
কারণ ও কার্যের অবাধ তত্ত্বে
চির অতন্দ্র ,প্রতিপল কাটে অতি সাবধানে ।
অথৈ পাথারে পতিত নুড়িতে —
জলাশয়ে তরঙ্গ রেখা উঠবেই উঠবে ,
চিমনির ধোঁয়া যদি নীলাকাশ ঢেকে দেয়
মেঘে ঢাকা সপ্তর্ষিরা ফুটবেই ফুটবে ।
আদালতের অন্যায়-ভ্রান্ত বিচারে
আক্রান্ত হইলে কখনো সত্যি —
সত্যি সে তো চির অবিচল ,অভ্রান্ত চিরকাল ,
বিকৃতি ঘটে না তার কখনো এক রত্তি ।
মানুষের আদালতেও বিচারের নামে
হতে পারে অহরহ কত প্রহসন !
প্রকৃতির বিচারে নেই কোন সন্দিহান ,
সঠিক সময়ে সে পাঠায় শমন ।
            ************