প্রতীক্ষার শেষ লগ্ন অতিক্রান্ত হল —
তুমি আর এলে না তো ফিরে !
চেয়ে দেখো লুণ্ঠকেরা বাঁটোয়ারা করে
মায়ের ভাঁড়ারঘরে সিঁধ কেটে ,
জালিয়াতি করে
রচনা করছে কালো টাকার পাহাড় ।
শাস্তি দেবে না ওদের ?
তবে কেন জীবনকে বাজি রেখে
ঝাঁপ দিলে জার্মানির সাবমেরিন থেকে
সাগরের অতল জলে ডুব দেওয়া জাপানি জাহাজে !
জানি— রাজনীতির প্রতারণায় হয়েছো শিকার ,
তবু তোমার জীবন-দীপ চির অনির্বাণ ।
এসো ফিরে হে মহান দেবতা !
তোমার পদস্পর্শে কম্পিত করে দাও —
লুণ্ঠনকারীদের বুকের পাঁজর ।
আকাশে বাতাসে বাজিছে আজো
‘দিল্লী চলো’র সেই তূর্যধ্বনি ।
এসো , এসো দেশোত্তম !
বাঁচাও ভগ্ন স্বাস্থ্যের প্রতারিতা মাকে ,
সাজাও তাহাকে আবার মহিষীর বেশে ।
সাম্যের মহামন্ত্রে অগ্নি প্রজ্জ্বলিয়ে
পৃথিবীকে একসূত্রে গেঁথে দাও এসে ।
                  **********