ওহে মোর ঘাতক ,সেলাম তোমায় ,
মৃত্যু-যন্ত্রণা তুমি দাওনি আমায় ,
কৃপাণের একটি কোপে পাঠালে এপারে ।
গলায় একটি ফাঁসে বন্ধুও চলে এল ,
এক গুলিতেই এফোঁড় ওফোঁড় হলো
আরো একজন —
যন্ত্রণা পাইনি কেউ ।
তোমরা হাজারো ভালো ওদের চেয়ে —
ভেজাল ওষুধ দিয়ে তিলে তিলে যারা
ঠেলে দেয় মোদের কাছে ,
মৃত্যুর রাস্তা ওদের সুদীর্ঘ , বেদনা দায়ক ।
ভয়ঙ্কর নির্দয় ঘাতক ওরা ।
খাদ্যে ভেজাল খাবার
খেয়ে খেয়ে যারা
অগণিত বন্ধু মোদের জরাগ্রস্ত আজ ,
কর্কটে আক্রান্ত হয়ে
মৃত্যুর সাথে করিয়া লড়াই
হয়ে গেছে ক্লান্ত ,
তারপর একদিন পরাজিত হয়ে
চলে এল মোদের কাছে ।
ওরা নির্মম ঘাতক সবে ।
কামদুনি-দিল্লীর মত ধর্ষক-খুনী
পৃথিবীর জঘন্যতম অত্যাচারী ,
এরা কেউ এপারেতে পাবেনা কো ঠাঁই ।
তোমরা যারা আছো ওপারেতে
কঠোর শাস্তি দাও দোহাই ওদের ।
আমরা এপারে আছি অতন্দ্র প্রহরী ,
এপারে পেরিয়ে এলে তাড়িয়ে দেব
সূর্যের বর্ণচ্ছটার কুন্ডলী মাঝে ।
            ***********