সঠিক পথে চলতে চলতে বেঠিকের তাড়া খেয়ে
থমকে চমকে আবার চলেছি বিবেকের সাড়া পেয়ে ।
নিন্দুকের সিন্দুকেতে মিথ্যের সম্পদ ভাণ্ডারে যত ছিল ,
সঞ্চালকের কূটিল ভাষণ সবে’ অঞ্জলি ভরে দিল ,
কেউ বা নিল , কেউ বুঝেছিল — উদ্দেশ্য বড় কূট ,
এক শতকে দুই শত ছিল অভিনয়ে ভরা ঝুট ।
কেউ প্রতিবাদ , কেউ অভিঘাত না করিয়া চুপচাপ ,
মনের কোমলে হৃদি-শতদলে লাগিল ব্যথার ছাপ ।


কর্তব্য বোধ না করিয়া রোধ ধৈর্য্য প্রতীক্ষমাণে —
রহিয়া নীরব উন্নত শিরে যন্ত্রণা সয়ে অপমানে —
করিলাম পান শত অপমান , গ্লানি আর বদনাম —
ত্যাজিয়া স্বার্থ , ভাবি’ পরার্থ নির্বাক রহিলাম ।


ভাবি বীতরাগে — রাজনীতি-বাগে এতো কম পঙ্কজ !
শুধু ক্লেদ আর কণ্টক সার , আছে কত দিক্গজ !
জন কল্যাণ করিতে সাধন রাজনীতি আর ধর্ম —
হয়েছে সৃজন , কপটতা জালে চারিদিকে অপকর্ম ।
রাজনীতি আর ধর্ম দু ভাই রোজগেরে দুই খামার ,
পর-হিত নয় , শুধু পরিচয়— আমার আমার আমার ।
                   ###############