আমায় জিজ্ঞাসা করো ? আমি কোন জাত ?
নাহি মোর পরিচয় , পেয়োনা আঘাত !
মানুষের সন্তান আমি , শিষ্য মানুষের ,
এইটুকু পরিচয়ে হয় না কি ঢের ?
এর চেয়ে বেশিতে কি আছে প্রয়োজন ?
তোমরা সবাই মোর বন্ধু-স্বজন ,
আত্মীয় ভাই-বোন বিশ্ব-জগৎ জুড়ে ,
যাহারা যেথায় থাকো যতই দূরে ।


জাত্যাভিমান দিয়ে বলিদান মানুষের জয়গান
আসো সবে ভাই , এক সাথে গাই , সবাকে জানিয়ে সম্মান ।
মানুষের গড়া জাতের প্রাচীর
আসো ভেঙে দিই , মুক্ত করি , ছিঁড়িয়া অশুভ জিঞ্জির ।
ব্যক্তি স্বার্থে কেউ গড়িয়াছে জাত দেবত্ব লাভের সাধে ,
ভেদাভেদ করে মহান বনেছে ( মোদের ) জড়ায়ে বিসংবাদে ।


সময় এসেছে আজ ,
খুলে ফেলি আসো তাহাদের তাজ ,
তার পরিচয় বুঝিতেই হয় , নিজেরা বাঁচার দায়ে
হাতে হাত ধরি গলাগলি করি’ তুমি আমি ভায়ে ভায়ে ।
দুঃখ পেয়ো না ভাই !
সংস্কার করিয়া ছিন্ন দেখো কেউ নই তো ভিন্ন ।
                            আসো , শান্তির বার্তা বিলাই ।
        
                           *******************